মাগুরায় ১০০ ভরি স্বর্ণের ১০টি বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বিকেলে তাকে মাগুরা পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারীর নাম সাকিব হোসেন (২২)। তিনি যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইয়াজুল ইসলামের পুত্র।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কবির আহম্মেদ জানান, ‘তারা গোপন সূত্রে জানতে পারেন- চট্রগ্রাম থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে ইায়াবার চালান নেওয়া হচ্ছে যশোরে। পথিমধ্যে তারা বাসটি মাগুরা পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় আটক করেন। এরপর বাসের সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় বাসযাত্রী সাকিব হেসেনের দেহ তল্লাশি করে তার জুতার মধ্যে থেকে ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর বহন করে নিয়ে যাচ্ছিলো বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে স্বীকার করেছে।’
তিনি আরও জানান, ‘রাতে স্বর্ণের বারসহ চোরাকারবারি সাকিব হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হবে।’ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘তারা জানতে পেরেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বর্ণের বারসহ এক চোরকারবারিকে আটক করেছে। তবে তারা এখনো তাকে থানায় সোপর্দ করেনি। থানায় আনা হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/শফিক