চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (৪০) হত্যার দায়ে স্বামী আলাউদ্দীন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়।দন্ডপ্রাপ্ত আলাউদ্দীন হচ্ছে সদর উপজেলার নতুন ইসলামপুর গ্রামের মনসুর রহমানের ছেলে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদীব আলী আসামীর উপস্থিতিতে উপরোক্ত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০১৪ সালের ২৭ জুন সকালে স্ত্রী ফাতেমাকে বেড়ানোর কথা বলে সাথে নিয়ে বের হয় আলাউদ্দীন। পরের দিন ২৮ জুন সকালে সদর উপজেলার চর অনুপনগর গ্রামের একটি ক্ষেতে ফাতেমার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই সদর থানায় হত্যা মামলা করেন নিহতের পিতা আব্দুর রাজ্জাক।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সদর থানার তৎকালীন ওসি খন্দকার গোলাম মর্ত্তূজা ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আলাউদ্দীনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।
বিডি প্রতিদিন/এএম