সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় জগাই সাহা (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার পূর্বদেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জগাই সাহা একজন কাপড়ের ব্যবসায়ী। সে উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার সুশীল সাহার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, জগাই সাহা মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জগাই সাহা মারা যায়। নিহতের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএ