নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নোয়াপাড়া চর, রাজনগর ও যাত্রাবাড়ী বাজার, বারহাট্টা উপজেলার ফুটকা ও পুটিজান এবং সুনামগঞ্জের মধ্যনগরের টুইয়ার বাজারে বন্যার্ত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ করেছে জাকের পার্টি।
দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বন্যাবিধ্বস্ত নেত্রকোনার বিভিন্ন জনপদ সরেজমিন পরিদর্শন এবং অসহায় বানভাসিদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে নেত্রকোনায় পাঠান।
জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ময়মনসিংহ বিভাগীয় এবং নেত্রকোনা জেলা, কলমাকান্দা, কেন্দুয়া ও পূর্বধলা উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বন্যা উপদ্রুত নেত্রকোনার কলমাকান্দা ও বারহাট্রা উপজেলা এবং সুনামগঞ্জের মধ্যনগরের বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/কালাম