সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের জানিহারচর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জানিহারচর গ্রামের মানিক মিয়া (২৮) ও মিয়া শাহ (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন দুই জেলে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ