লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে শহরের মাছ বাজার গলিতে মাসুদ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
এসময় অনুনোমদিতভাবে নিজ দোকানের নামে প্যাকেটজাত মোড়কে বীজ বিক্রির দায়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক মাসুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন।
বিডি প্রতিদিন/এএ