ফলের এ মওসুমে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ফলের সমারোহ নিয়ে দিনাজপুরের খানসামায় বসেছে ফলের মেলা। মেলায়, বিভিন্ন প্রজাতির আম, জামরুল, কদবেলসহ বিভিন্ন ফল স্থান পায় এই মেলায়। মেলায় শিশু ছাড়াও বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল।
মঙ্গলবার দুপুরে ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুইই আসে’ এ শ্লোগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে৷
ফিতা কেটে বিভিন্ন সমারোহের ফল মেলার উদ্বোধন করেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার।
এ সময় খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ