খাগড়াছড়ির দিঘীনালায় জীবন ত্রিপুরা (২৬) নামে এক ইউপিডিএফ কর্মীকে হাত-পা বেধেঁ গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিঘীনালার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন ত্রিপুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা।
ইউপিডিএফের প্রসীত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক বিজ্ঞপ্তিতে জানান, তাদের এক সংগঠক নিহত হয়েছেন। তিনি, এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করেন।
দিঘীনালা থানার ওসি পেয়ার আহম্মেদ জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
বিডিপ্রতিদিন/কবিরুল