কুয়াকাটায় ঈদে পর্যটকের ঢল নেমেছে। অত্যধিক পর্যটকের কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার পৌর মেয়র নিজেই যানজট নিরসনে সড়কে নামেন।
মেয়র মো.আনোয়ার হাওলাদারকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করার দৃশ্য ভাইরাল হয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ায় ঈদের তৃতীয় দিনেও মঙ্গলবার কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে। এসব পর্যটকরা প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে আসেন। ফলে কুয়াকাটার সড়কে প্রায় ২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পর্যটকরা গন্তব্যে পৌঁছাতে কিংবা সৈকতে যেতে বিড়ম্বনায় পড়েন। যানজট নিরসনে সকালে পৌর মেয়র সড়কে নামেন।
এ প্রসঙ্গে কুয়াকাটার পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার বলেন, ঈদে পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। আগত পর্যটকদের সেবার মান অক্ষুণ্ন রাখতে পর্যটন সংশ্লিষ্ট সবাইকে পৌর সভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল