কিশোরগঞ্জে মাদ্রাসাশিক্ষক বাবাকে হত্যাচেষ্টা ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। আটক ছেলে মুহাইমিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক রাশেদুল আমীনের কাছে জবানবন্দি দেন তিনি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, মুহাইমিন ইয়াবার নেশায় আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তার বাবাকে বিরক্ত করতো। এছাড়া বিদেশে পাঠানোর জন্যও তার বাবাকে চাপ দিচ্ছিল। এ নিয়ে প্রায়ই ছেলের সাথে বাবার কথা কাটাকাটি ও ঝগড়া হতো। সোমবার রাত ৯টার দিকে টাকার জন্য বাবাকে চাপ দিলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বাবা লুৎফুর রহমান ছেলেকে বাসার ছাদে নিয়ে যান। ছাদে গিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলে মুহাইমিন কাঁচি দিয়ে তার বাবাকে আঘাত করেন।
পরিবারের লোকজন বিষয়টা গোপন করতে গিয়ে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। তবে ঘটনা বুঝতে পেরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই মুহাইমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মঙ্গলবার সকালে প্রথমে পুলিশের কাছে ঘটনা স্বীকার করেন মুহাইমিন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/এমআই