কক্সবাজার সদর সংরক্ষিত আসনের (জাতীয় পার্টির) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক (৮৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোরশেদ আরা হক সদালাপী একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন।
মঙ্গলবার বাদ আসর কক্সবাজারের বায়তুস শরফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন