পটুয়াখালীর গলাচিপায় জনসাধারণের মাঝে ২৫০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসব গাছ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্যোক্তা সামাজিক সংগঠন ‘পিপীলিকা’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।
সংগঠনের সভাপতি জুলাইন হোসেন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এছাড়াও অনুষ্ঠানে গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা