করোনাভাইরাস মহামারীর পর এবার বন্যার প্রভাব পড়েছে বিনোদন কেন্দ্রগুলোতেও। নেত্রকোনা জেলা সদরের একমাত্র বাণিজ্যিক বিনোদন পার্ক কিড্ডি কিংডমে এক সময় মানুষের তিল ধারণের ঠাঁই না থাকলেও এবার অনেকটাই ফাঁকা। তবে যারা আসছেন সন্তানদের নিয়ে তারা ফিরছেন আনন্দ নিয়েই। স্বাভাবিক সময়ে ঈদের দিন বিকাল থেকেই মানুষের ঢল নামলেও এবার গত তিন দিনেও একদিনের মানুষের সমান হয়নি বলে জানান বিনোদন পার্কটির পরিচালক মো. শোয়েব তানভীর হিমেল।
জেলা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে চার একর জায়গায় গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক পার্ক কিড্ডি কিংডম। এতে বোট, দোলনা, ট্রেনসহ ১০টি রাইড রয়েছে শিশুদের জন্য। বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। গেইটে ৫০ টাকা দিয়ে প্রবেশের পর সব ঘুরে দেখতে পারেন দর্শনার্থীরা। তবে শিশুদের রাইডগুলোর প্রতিটির মূল্য ৩০ টাকা।
ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা নুসরাত শারমিন জানান, ছোট পরিসরে হলেও এখানে ঘুরে তৃপ্তি পাওয়া যায়। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে হওয়ায় বাচ্চাদেরও আনন্দ লেগেছে বেশ।
গত দুই বছর করোনা মহামারির জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার বন্যাকলিত জেলা হওয়ায় নেত্রকোনাবাসীর ঈদ আনন্দ কিছুটা ফিকে হয়ে গেছে। যার প্রভাব পড়েছে জেলার একমাত্র বাণিজ্যিকভাবে গড়ে ওঠা এই বিনোদন পার্কে।
বিডি প্রতিদিন/ফারজানা