কুড়িগ্রামের উলিপুরে ঈদে নানার বাড়ীতে বেড়াতে এসে টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুর নাম আবু রায়হান। ঘটনাটি বুধবার দুপুরের দিকে উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় ঘটে।
রায়হানের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রায়হান মিয়া মায়ের সাথে তার নানা চাঁদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুুপুরের আগে বাড়ীর উঠানে শিশুটি খেলার সময় সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজির পর টিউবওয়েলের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ