ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় উভয়পক্ষের ১৬ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজু আহমেদ নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মো. আক্তার হোসেন ও মো. নুরুল আমিনের লোকজনের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে জারু মুন্সি ও কুদ্দুছ মিয়ার ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে এ হামলার সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। পরেরদিন মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে ফের উত্তেজনা বাড়লে দুপুরে উভয়পক্ষের লোকজন আবারও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে।
এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে আহতরা গ্রেফতার আতংকে জেলা শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ঘটনার পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এসল্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর