বগুড়ায় অসহনীয় গরমে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। একদিকে ঘরে ঘরে জ¦র-কাশি অপরদিকে গেল কয়েকদিন থেকে এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। জেলায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় বগুড়া আবহাওয়া অফিস। বগুড়ার পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরেই প্রায় সদস্যরা ভুগছেন জ্বর-কাশিতে।
ঈদের ছুটিতে ডাক্তারা এখনো তাদের কর্মস্থলে অনেকই আসেননি।সেকারনে রোগির আত্বীয় স্বজনরা পরেছেন বিপাকে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, গেল কয়েকদিন থেকে বগুড়ায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে, আগামী ১৫ জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।
বিডি প্রতিদিন/এএ