সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার ভাগ্নি নূর আক্তার জুইয়ের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।
আজ বুধবার ঘটনার পর থেকেই স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথ অভিযান শুরু করে। প্রথমে নিখোঁজ নূর আক্তার জুঁই এবং পরে মোস্তফা কাদেরের মৃতদেহ উদ্ধার করা হয়।
মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ঈদুল আজহার ছুটিতে তিনি তার ২ সন্তান ও বোনের মেয়েকে নিয়ে বরগুনার বেড়াতে আসেন। বুধবার তারা সকলে শুভসন্ধ্যায় যান। মোস্তফা কাদেরসহ পরিবারের ৫ জন একত্রে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে ৫ জনই স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাকে ও তার দুই ছেলে মাহাথির মোহম্মদ এবং আ. করিমকে উদ্ধার করতে পারলেও মোস্তফা কাদের ও বোনের মেয়ে নূর আক্তার জুঁই নিখোঁজ হন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন অপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর