গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে বুধবার দুপুরে যোগদান করেছেন মোল্যা নজরুল ইসলাম। মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবিরের স্থলাভিষিক্ত হলেন।
মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবির, জিএমপির অতিরিক্ত কমিশনার মো: বরকতুল্লাহ খান, উপ-পুলিশ কমিশনার তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/এএ