পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে মোঃ তসিব খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বড় খান বাড়িতে এ ঘটনা ঘটেছে। মৃত তিসিব ওই বাড়ির মোঃ তৌহিদ খানের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে সবার চোখের অন্তরালে তসিব নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে তসিবের লাশ ভাসতে দেখে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এএ