কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সাহার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা ৫২ বছরের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী ৪৮ বছরের জাহানারা আক্তার ও তার শ্যালিকা ৪৫ বছরের সালমা আক্তার নাজমা। গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী ভূমি সহকারী কর্মকর্তা বলে জানা গেছে।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধর মজুমদারদুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফেনী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মরদেহ তিনটি ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ