টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার হাত অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। মঙ্গলবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী মালদা খাল ও চাপড়া বিলে এ অভিযান চালানো হয়।
পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি বলে জানায় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার জলাশয়ে অবৈধ চায়না জালের ফাঁদ পেতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে স্থানীয়রা। খবর পেয়ে এই অবৈধ চায়না জাল অপসারণের জন্য অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় একশত হাতের অধিক লম্বা ৫৭টি চায়না জাল জব্দ করেন তিনি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা জানান, অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর