বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের প্রয়াত সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সবুর টুলুর ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া কোরআন তিলাওয়াত, মরহুমের কবরে শ্রদ্ধা, দোয়া, খাদ্য সামগ্রী বিতরণ ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে গোলাম সবুরের কবর জিয়ারত করেন তার স্ত্রী সংসদ সদস্য সুলতানা নাদিরাসহ পরিবার এবং দলীয় কর্মীরা।
প্রসঙ্গত, গোলাম সবুর টুলু ২০১৩ সালের ২৬ জুলাই সংসদীয় এলাকা বেতাগী থেকে সড়ক পথে ঢাকায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
বিডি প্রতিদিন/এমআই