মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার এরমধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে দুই পক্ষের লোকজন মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বসত বাড়িতে ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। আহতদেরকে নড়াইল মাগুরাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মহম্মদপুর থানায় ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে তদন্তপূর্বক আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ