যথাযথ নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আজ বুধবার টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ইউনিয়নগুলো হচ্ছে- কাকুয়া, কাতুলী, মাহমুদনগর ও ছিলিমপুর।
সকাল থেকেই ভোটকেন্দ্র গুলোতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, এই নির্বাচনী এলাকায় এবারই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে ভোটাধিকার প্রয়োগের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রেই নারী-পুরুষ উভয় ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও সহিংসতা বা অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুই প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চারজন এবং আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।
নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ৩৯টি কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোটকক্ষ রয়েছে ২৪২টি।
বিডি প্রতিদিন/কালাম