লক্ষ্মীপুরের তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। সদরের দিঘলী, রামগতির বড়খেরী ইউপিতে ইভিএম পদ্ধতি, আর চর আব্দুল্লাহ ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
তবে ভোটের শুরুতেই সদর উপজেলার দিঘলী ইউপির পূর্ব জামিরতলী কেন্দ্রে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের ওপর প্রতিপক্ষের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এই প্রার্থী অভিযোগ করেন, হঠাৎ করে নৌকার প্রার্থীর সমর্থকরা তার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে। এছাড়া ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।
এদিকে, নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে ভোট দিচ্ছে ভোটাররা। এসময় সাংবাদিকদের বুথে প্রবেশ করতে নিষেধ করেন পুলিশ সুপার।
জানা যায়, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ও রামগতির বড়খেরী এবং চর আব্দুল্লাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ছয়জন এবং সদস্য পদে মোট ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এমআই