ফরিদপুরের চরভদ্রাসনে মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় ২০টি চায়না দুয়ারী, এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়। পরে তা গোপালপুর ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই