উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সময় নির্বাচনী এলাকার রামশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ট্রাকে করে একদল লোক অবস্থান নিলে ভোট কেন্দ্রের সামনে উত্তেজনা শুরু হয়। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি ভোট কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেয়।
ওই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার। ৯টি ভোট কেন্দ্রে ভোট ভোটাধিকার প্রযোগ করছেন ভোটাররা।
উল্লেখ, গত ৫ মে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করার এই ইউনিয়নে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ