কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ হাজার ৮ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার পাকা রাস্তার পাশে বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মুন্ডার ডেইল এলাকার মৃত আনু মিয়ার ছেলে ছৈয়দ আলম (৫২) ও তার স্ত্রী জাহেদা খাতুন (৪৭)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় টেকনাফ মডেল থানার এসআই রফিকুল ইসলাম রাফীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় নিজ বসতবাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবা ও আটক আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই