সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে তিনটি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের মতামত প্রদান করছেন। ইভিএম এ ধীরগতিতে ফিঙ্গার না পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টের পরামর্শে পাকাস্থানে আঙুল ঘোষে আবারো কেন্দ্রে আসতে বলা হয়। এমন দৃশ্য চোখে পড়ে রাণীশংকৈল উপজেলার মিরডাঙ্গী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে।
ভোটকেন্দ্রের পাশে টিউবয়েলের পারে ওই কেন্দ্রের ভোটার সায়মা আক্তার আঙল ঘোষছেন। চেষ্টা করছেন ইভিএম এ ফিঙ্গার নিশ্চিত করার।
সায়মার আক্তারের মতো জিল্লুর রহমানসহ আরও কয়েকজন যেন আঙল ঘষার প্রতিযোগিতায় নেমেছেন। পরে তারা আবারও ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে ভোট দিয়েছেন কি না জানার চেষ্টা করলে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এ উপজেলায় প্রতিটি কেন্দ্রে প্রান্তিক মানুষ ভোট দিতে এসে ফিঙ্গার নিশ্চিতে ভোগান্তিতে পড়েছেন।
এ দফায় জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।
এখানকার মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।
এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
বিডি প্রতিদিন/হিমেল