বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীতে ২৮ জন রিকশা চালকের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শহর মাইজদীতে দলীয় কার্যালয়ের সামনে রিকশা চালকদের হাতে রেইনকোর্ট তুলে দেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্যাহ খান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রহমত উল্যাহ ভূঁইয়া সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়া মোকাবেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উপহারের রেইনকোর্ট পেয়ে রিকশা চালকরা অনেক খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল