সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিহত ছাত্র বুলবুলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করা হয়েছে। আজ দুপুর ১২ টায় বন্ধু মহল যুব স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শহরের জেলখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত বুলবুলের সহপাঠী, স্বজন ছাড়াও নরসিংদী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় মানবন্ধনে বক্তারা বলেন, বুলবুল হত্যাকাণ্ডটি পরিকল্পিত। এটাকে ছিনতাইকারীর উপর দিয়ে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা বুলবুলকে হত্যা কারেনি। হত্যা করেছে পুরো নরসিংদীকে। হত্যা করেছে পুরো ছাত্র সমাজকে। তাই যতক্ষণ পযর্ন্ত বুলবুল হত্যার সঠিক বিচার না হবে, ততক্ষণ পযর্ন্ত আমরা ঘরে ফিরবো না। এসময় একের পর এক আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বুলবুলের বন্ধুরা।
বিডি প্রতিদিন/হিমেল