নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে জেলা, শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কার্যক্রম শুরু হয়। এর আগে শহর ও সদর উপজেলা দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
আলোচনায় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, প্রচার সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক কোরায়শি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাইজুল ইসলাম টিটু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই