নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মিম আক্তার (১৫) নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে চাষাঢ়া রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ফতুল্লার শিবু মার্কেট এলাকায় থাকেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ জানান, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেছনের দিকে ও থুতনিতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন