সাতক্ষীরার কলারোয়া থানার একটি এতিমখানার পুকুর থেকে রিয়াদ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার যুগিখালি পাইকপাড়া এতিমখানার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিয়াদ যশোর জেলার মনিরামপুর উপজেলার রহিতা গ্রামের রমজান আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার সকালে এতিমখানার শিক্ষক আ. মান্নান ব্যক্তিগত কাজে যশোর যান। যশোর থেকে ফেরার পর সকল ছাত্রদের ডাকেন। কিন্তু রিয়াদকে না পেয়ে খোঁজ করতে থাকেন তিনি। একপর্যায়ে এতিমখানার পুকুরে তার লাশ পাওয়া যায়।
শিক্ষক আব্দুল মান্নান জানান, ১২ দিন আগে রিয়াদকে যুগিখালী পাইকপাড়া হাফেজ খানা ও এতিমখানায় ভর্তি করা হয়।
এ বিষয়ে কলারোয়া থানার এসআই আবু তাহের ধারণা থেকে বলেন, রিয়াদ পানিতে ডুবে মারা গেছে। তবে সুরতহাল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল