কক্সবাজারের আদালতে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রপ্ত আসামি মোঃ জাফর আলম কক্সবাজারের টেকনাফের দক্ষিণ জালিয়া পাড়ার মৃত জালাল আহমদের পুত্র।
কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর এপিপি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান আসামীকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ) ধারায় অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং একই আইনের ১৯(ঋ) ধারায় অবৈধ গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। প্রদত্ত ২টি সাজা একই সাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামী মোঃ জাফর আলম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ