কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সোনাপুর মসজিদ বাড়ির জালাল উদ্দীনের ছেলে আব্দুল কাইয়ুম ফাহমিদ(০৯), বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ(০৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
বৃহস্পতিবার উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র। সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরের পানিতে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, স্থানীয় লোকজন ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন