সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় বগুড়ায় দেড় লক্ষাধিক পরিবারকে কম মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, প্যানেল মেয়র আলহাজ শেখ। একই সময়ে শহরের দত্তবাড়ীতে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন চক্রবর্তীর সার্বিক তত্বাবধানে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন। জেলার ১২টি উপজেলায় এক লাখ ৬৩ হাজার ২শ টি পরিবার টিসিবি'র পণ্য পাবেন। এর মধ্যে বগুড়া পৌর এলাকায় ১৯ হাজার ৩৮৪ জন সুবিধাভোগী রয়েছেন।
জেলা প্রশাসক মো: জিয়াউল হক জানান, প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য কম মূল্যে পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছেন।
বিডি প্রতিদিন/এএম