জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গোর এ শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল প্রতিযোগিতাটি দেখতে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক ভিড় জমায়।
শুক্রবার বিকাল ৫টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় হলুদ জার্সিতে শের-এ বাংলা ক্লাব কসবা বনাম নীল জার্সিতে জাগরণী ক্লাব পাটুয়াপাড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন শেখ কামাল। স্বাধীনতাত্তোর যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশে তরুন যুব সমাজকে আলোর পথ দেখানোর জন্য আবাহনী স্পোর্টিং ক্লাবসহ বেশ কয়েকটি সংগটিত করেছিলেন। যাতে তরুন প্রজন্ম নতুন স্বপ্নে নিজেকে উজ্জীবিত করতে পারে।
আলোচনা শেষে প্রতিযোগিতায় ২-০ গোলে চ্যাম্পিয়ন জাগরনী ক্লাব ও রানার্সআপ শের-এ বাংলা ক্লাবের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম এমপিসহ অতিথিবৃন্দ। এ সময় চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন হুইপ ইকবালুর রহিম এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ।
প্রীতি ফুটবল প্রতিযোগিতার পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, বিপ্লব ও ফয়জার রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর