জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি ঘোষণার পরপরই হুলস্থুল লেগে যায় বরিশালে।
শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারির পর ফিলিং স্টেশনগুলোতে বিভিন্ন যানবাহন সব শেষ নির্ধারিত কমমূল্যে জ্বালানি তেল ভরার জন্য ভিড় করে। বিশেষ করে হাজার হাজার মোটরসাইকেলের ভিড়ে ফিলিং স্টেশনগুলোতে অরাজক পরিস্থিতির সৃস্টি হয়।
এই সুযোগে রাত ১২টার পর নতুন বর্ধিত দামে জ্বালানি বিক্রি করতে ফিলিং স্টেশন ও দোকান বন্ধ করে সটকে পড়েন মালিক-কর্মচারীরা। এতে ক্ষুব্ধ হয় মোটরসাইকেল ও যানবাহনের চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় ফিলিং স্টেশনগুলোতে।
ভোক্তা পর্যায়ে এক তৃতীয়াংশ দাম বাড়িয়ে শুক্রবার রাতে সরকার ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেনের মূল্য নির্ধারণ করে ১৩৫ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর বরিশালের ফ্লিলিং স্টেশনগুলোতে ভিড় করে হাজার হাজার যানবাহন। নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয় রাত ১২টার পর। এ কারণে ঘোষনার পরপরই অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করতে ফিলিং স্টেশন ও দোকান বন্ধ করে সটকে পড়েন মালিক-কর্মচারীরা। দুই-একটি ফিলিং স্টেশন খোলা থাকলেও কেউ একশ’ আবার কেউ দুইশ টাকার বেশি এক গ্রাহকের কাছে জ্বালানি তেল বিক্রি করেননি। ভিড়ের কারণে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে আগের দামে জ্বালানি কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
পেশাদার চালকদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়বে পরিবহন সেক্টরে। তাদের দাবি- পেট্রোল বা অকটেন ভিত্তিক যানে যাত্রী ও পণ্য পরিবহন হয় না। ডিজেলের মূল্যের সাথে যাত্রী ও পণ্য পরিবহনের খরচ নির্ভর করে। ডিজেলের মূল্য বৃদ্ধি হলে সব পণ্য পরিবহনে প্রভাব পড়ে। পণ্যমূল্য স্বাভাবিক রাখতে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন তারা।
নগরীর নতুন বাজারের একটি ফিলিং স্টেশন ম্যানেজার আব্দুর রব বলেন, সরকারিভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর যানবাহন চালকরা ফিলিং স্টেশনগুলোতে ভিড়ড় করে। একসাথে হাজার হাজার যানবাহনের ভিড়ে ফিলিং স্টেশনগুলোতে বিচ্ছৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। মজুদ থাকা পর্যন্ত জ্বালানি বিক্রি করেছেন তারা।
এদিকে ফিলিং স্টেশনগুলোতে অরাজক পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে কঠোর ভূমিকা পালন করে পুলিশ। তারা লাইন করে জ্বালানি তেল কিনতে সহায়তা করে যান চালকদের।
নগরীর নতুন বাজারের একটি ফিলিং স্টেশনে নিরাপত্তার দায়িত্বপালনকারী কোতয়ালী মডেল থানার এএসআই জামাল জানান, কর্তৃপক্ষের নির্দেশে তিনি ওই ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/কালাম