মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর মধ্যপারায় অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে অসুস্থ এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম ছাহেরা বেগম (৭৫)। অসুস্থ অবস্থায় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ বলেন, ‘ঘটনার পর আমি ক্ষতিগ্রস্ত পরিবারে ছুটে যাই’।
অগ্নিকাণ্ডে শহিদুল মল্লিক, জামাল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের বসতঘর ও একটি গরুর ঘর, ঘরে থাকা পিয়াজ, ধান, রসুন, একটি ছাগল আগুনে পুড়ে গেছে।
আগুনের ভয়াবহতা দেখে জামাল মল্লিকের মা ছাহেরা অসুস্থ হয়ে পরে। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘আগুনে সাতটি ঘরের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জামাল মল্লিকের মা ছাহেরা বেগম স্ট্রোক করে মারা যান’।
বিডি প্রতিদিন/ফারজানা