জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিক অধিকার পরিষদের যশোর জেলা শাখার নেতা-কর্মীরা।
শনিবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মী, সদস্য ও পথচারীরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে সংগঠনটির সভাপতি নূর-উন-নবী বক্তব্য রাখেন।
তিনি বলেন, জনগণের কথা চিন্তা না করে সরকার রাতারাতি জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। এতে প্রতিটি জিনিসেরই মূল্য বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের জন্য জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠবে। এ অবস্থায় অবিলম্বে জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর