জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কুড়িগ্রামে পেট্রোল পাম্পগুলোতে কমে গেছে জ্বালানি তেলের বিক্রি। শুক্রবার রাতে মূল্য বৃদ্ধির খবরে যানবাহন চালকরা পাম্পগুলোতে ভিড় করলেও মজুদ শেষ হয়ে যায়। তাছাড়াও আকস্মিকভাবে তেলের দাম বৃদ্ধিতে জেলার পাম্পসমূহ তেল বিক্রি বন্ধের কারণে অনেকেই তেল সংগ্রহ করতে পারেননি।
শনিবার সকাল থেকে পাম্পগুলোতে বিক্রি শুরু হলেও তেলের বিক্রি কমে যায়। অধিকাংশ পাম্প এ ভিড় নেই মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের। অন্যদিকে, পেট্রোল অকটেনের পাশাপাশি ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে আমনের রোপনের জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।
সদর উপজেলার টগরাইহাট এলাকার কৃষক আউয়াল উদ্দিন জানান, তেলের দাম বাড়লো তো বাড়লো অনেক বেড়েছে। এখন আমাদের খরচ বেশি পড়বে সেই তুলনায় যদি ধানের দাম না বাড়ে তাহলে আমাদের মাঠে মারা যেতে হবে। পাশাপাশি স্থানীয় পাম্প কর্তৃপক্ষরা জাানান, ডিপো থেকে তারা প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না।
বিডি প্রতিদিন/এএম