বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে আটক করা হয় তাদের। এরা হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার বিষু শীল ওরফে সুধীর (৩৩) ও চাঁদপুরের কচুয়া থানার ডুমুরিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম