রাঙামাটির সাজেকে সাপের ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সুখেন চাকমা (২১)। শনিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুখেন একই গ্রামের তত্ত চাকমার একমাত্র ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে নিজ বাসায় ঘুমিয়ে ছিল সুখেন চাকমা। পরে ভোর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসেন। এসময় ঘরের দরজার পাশে আগে থেকে শুয়ে ছিল একটি বিষাক্ত সাপ। সুখেন অন্ধকারে দেখতে না পেয়ে সাপের গায়ে পা দিতেই তাকে ছোবল মারে। তার চিৎকার শুনে ছুটে আসে তার বাবা-মা। পরে সাপ পালিয়ে গেলেও বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে সুখেন। পরে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে বিভিন্ন লতাপাতার ওষুধে সাপের বিষ নামেনি তার। পরে এক সময় মৃত্যুর কোলে ঢলে পরে সে।
এ ব্যাপরে স্থায়ীয় কার্বারী অর্থাৎ গ্রাম প্রধান বিশ্ব মুনি চাকমা বলেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তার পরিবার কবিরাজের উপর নির্ভর করায় ছেলেটা জীবন হারালো।
রাঙামাটি সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মানুষ কেন যে অসচেতন। অকালে ছেলেটাকে হারালো। দেশে কত উন্নত চিকিৎসা আছে। হাসপাতাল নিলে হয়তো বেচে যেতো।
অন্যদিকে এক মাত্র সন্তানকে হারিয়ে শোকে মাতম তার পরিবার। খবর পেয়ে ছুটে এসেছে আশপাশের প্রতিবেশি ও স্বজনরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এ ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক। আমি এ বিষয়ে সচেতন হতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলবো জনগণের মাঝে এ বিষয়ে সর্তক হতে প্রচারনা চালাতে। কারণ রাঙামাটি পাহাড়ী এলাকা। আশপাশের জঙ্গল থেকে বিষাক্ত সাপ বের হওয়া স্বাভাবিক।
বিডি প্রতিদিন/হিমেল