রাজবাড়ীর পাংশা উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদারের বাসস্ট্রান্ড এলাকার পাংশা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় ইউসুফ প্রামানিক (৫০) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার গোল চত্তর এলাকার হানিফ প্রামানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সংঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দীন মোল্লা বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে জব্দ করা হয়েছে। বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএ