রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আব্দুল হালিমকে মারপিট করে জখম করার ঘটনায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক রশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোনাতলা থানা থেকে প্রত্যাহার করে তাকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
শুক্রবার বেলা ২টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দুইটি ছাগল নিয়ে গড়ফতেপুরের নিজের বাড়ি থেকে মাঠের দিকে যাওয়ার পথে চোর সন্দেহে আব্দুল হালিমের সাথে বিবাদে জড়িয়ে পড়ে উপ-সহকারী পুলিশ কর্মকর্তা রশিদুল ইসলাম। স্থানীয় জনতার অভিযোগ-ওই পুলিশ কর্মকর্তা বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয় আব্দুল হালিমের।
শুক্রবার রাতেই সোনাতলা থানা পরিদর্শনে আসেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান। পরদিন শনিবার ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের মধ্য দিয়ে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় জনগণ।
বিডি প্রতিদিন/এএ