বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা মন্দিরের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শুভদিয়া ক্রাম্প পুলিশের এসআই সনজীব কুমার পাল সঙ্গীয় ফোস নিয়ে মাদক বিক্রেতা লীলা বেগম (৫১) ও মো. বেল্লাল শেখকে (৩৫) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত লীলা বেগম বাগেরহাটের ফকিরহাট উপজেলার আবুল কারাম শেখের স্ত্রী ও মো. বেল্লাল শেখ একই এলাকার মো. শওকত শেখের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই মাদক বিক্রেতার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম