বগুড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুতের দায়ে মঞ্জু-করিম ট্রেডার্সের ব্যবস্থাপক আজিজুল হক সাজু কে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সাজুকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
আটককৃত সাজু সদর উপজেলার মুরইল গ্রামের মৃত রহমুতুল্লা প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি বগুড়া সদরের এরুলিয়ার মঞ্জু-করিম ট্রেডার্সের ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার এসব তথ্য বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল।
এর আগে রবিবার রাত ১২টার দিকে বগুড়ায় সদর উপজেলার এরুলিয়ায় অবৈধভাবে মজুদ লাইসেন্স বিহীন নাজমুল পারভেজ কনক নামের এক ব্যক্তির গুদাম থেকে আনুমানিক ১২ হাজার বস্তা সার ও দুইটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
এ ঘটনার পরদিন সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল নেতৃত্বে গুদামটিতে পুনরায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় গুদামটির ব্যবস্থাপক আজিজুলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আটককৃত ওই ব্যক্তি। পাশাপাশি অপরাধের দায়ে তাকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এদিকে জব্দকৃত সারগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রচলিত আইন ও বিধি মোতাবেক সরকারি দরে বিক্রির করার জন্য অবহিত করা হয়েছে। একই সাথে গুদামের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ প্রদান করা হয় বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল