নরসিংদীর মাধবদীতে পূর্ব শত্রুতার জেরে আব্দুস ছালাম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে উত্তর চর ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, বেশ কিছু দিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাইকারচর ইউনিয়নে চর ভাসানিয়া গ্রামে সিরাজুল ইসলাম ও শব্দর আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজুল ইসলামের চাচাতো ভাই আব্দুস ছালাম ব্যবসায়িক কাজে গোপালদী যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস ছালাম চরভাসানিয়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এটি আসলে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে। কারণ নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।
বিডি প্রতিদিন/এমআই