টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদারের ছেলে মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সিরাজ ও আঙ্গুর দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামিদের বাড়ি তল্লাশি করে গোয়াল ঘরের ভেতর থেকে ৮ কেজি গাঁজা ও ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ও ১২১ পিস ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩ শত টাকা।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশ পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা ও ১২১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই